Header Ads

শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ গোপালগঞ্জ আওয়ামী লীগের

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শপথ নেন জেলা শাখা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।



কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে পদত্যাগ ও বিদেশে চলে যাওয়া শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনার শপথ নিয়েছে গোপালগঞ্জ শাখা আওয়ামী লীগ।

বুধবার(৭ আগস্ট)  টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ জেলা শাখা ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

এসময় সমবেত কন্ঠে বলেন, ‘আমি শপথ করছি যে, যত দিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনবে তত দিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবে না।


আমি আরও শপথ করছি যে, তাঁর উপর ঘটে যাওয়া সকল প্রকার অন্যায়ের প্রতিশোধ নিব। আজ থেকে আমাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীর পাশে দাঁড়িয়ে আমি এই শপথ বাক্য পাঠ করছি। আমাদের এই শপথ মহান রাব্বুল আলআমীন কবুল করুক।  আমিন, জয় বাংলা,  জয় বঙ্গবন্ধু।’

শপথ নেওয়ার আগে অন্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম।


এর আগে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গোপালগঞ্জ থেকে মিছিল সহকারে টুঙ্গিপাড়ায় পৌঁছান। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা আওয়ামী লীগনেতা  রাজিউদ্দিন খান, এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক শিকদার, নাজমুল হাসান নাজিম, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলীমুজ্জামান  স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ, মৎস্যজীবী লীগের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

 



 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.